অশ্রু দিয়ে নির্মিত কবিতা || আবার আমি পাই যদি তাঁরে ? কবি মুহাম্মাদ ইমরান || Poet Muhammad Imran

0 Votes

সেই আটটি বছর আগে
হারিয়ে ফেলেছি যারে
চলছে দায়মোচন , অভিশাপ
আর অশ্রুর নীরব সাতকাহন ।

নিদ্রায় যাওয়ার আগে
রুটিন করেই ভেবে রাখি,
সকাল হতেই আসিত যদি ফিরি,
আসিত যদি কলজের-টুকরা মানিক আমার
মোর শ্মশানপুরের গেহখানি জুড়ি।

অথবা বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত
সোনালী সোনালী আকাঙ্খার চারণভূমি
কৃষাণের অনিন্দ্যসুন্দর স্বপ্নের
আঁকাবাঁকা মেঠোপথ ধরে
আবার আমি পাই যদি তাঁরে ।

অথবা ব্যস্ততার এক নীরস দুপুরে
দস্যুপনা গিয়েছে হারিয়ে
উদাসী বনের ধারে,
নির্বাক, নির্লিপ্ত, অসহায় আমি
গোধূলির বিষণ্ণতায়
মিলিয়ে যাওয়ার অপেক্ষায় ব্রত —

হঠাৎ করেই পেছন থেকে ঝাপটে ধরে
আমায় যদি বলে–
শরীরের এ কী হালকরেছ তুমি ,
নাওয়া-খাওয়া হয়নি ক’দিন ধরে ?

কেতাদুরস্ত ভড়কে যেয়ে
আমায় যদি বলে – কী করেছ তুমি !
কী করেছ মানিক আমার,
চোখের নিচে কালি কেন,
ঘুমাও না’ ঠিক মতো ?
চুলগুলো এলোমেলো কেন,
পায়ের নখ বড় কেন,
ঘামের গন্ধ আসছে কেন,
করবোটা কী আমি তোমারে,
এই ছিল আমার কপালে !

এত শত অধিকার যার,
কোথায় পাই, তাঁরে আমি আবার ?
একি আবোল-তাবোল লিখে চলেছি
না কি অন্ধকার এক ঘোরে
বুঁদ হয়ে আছি !

আচ্ছা, পা হতে মাথা অব্দি
নেই কোথা সে ?
দৃশ্যত সে কাছে নেই
তাতে হয়েছেটা কী ?
আমা থেকে তাঁকে বাদ দিলে
আমাতে আর থাকেটা কী ?

মুহাম্মাদ ইমরান
২৮ ৫ ২০১৫

ছড়িয়ে দিন ইচ্ছেমত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *