মুহাম্মাদ ইমরানের কবিতা || জান ||

0 Votes

কাল আচমকাই মধ্যরাতে তুঁই হানা দিলি
তোর মিষ্টি গন্ধটা অনুভব করছিলাম
কেমন যেন তোঁর নিঃশ্বাসের ফিসফিসানি
আমার পুরো কলিজাটা জুড়ে বয়ে বেড়াচ্ছিল ।

শুনলাম তুঁই সুখে আছোস
তোঁর সুখে থাকাটা আমার স্পন্দন
সচল রাখার জন্য কতটা জরুরি
তা তুঁই ভাল করেই জানোস !

আমার জন্য ভাবিস না
তোঁর নিঃশ্বাসের গন্ধটা
আমি আমার বিশ্বাসের মধ্যে’
অনেক শক্ত করে পুঁতে রেখেছি ,
আশা করি,
মৃত্যুর আগ পর্যন্ত ভালোই থাকবো ?

ইতি –
তোঁর জান’

মুহাম্মাদ ইমরান
২০০৩, ঝিলটুলি, ফরিদপুর

ছড়িয়ে দিন ইচ্ছেমত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *