আমি কোনো সংবিধান মানি না || মুহাম্মাদ ইমরানের কবিতা || চোখ বন্ধ করে শুনতে পারেন || Poet: Muhammad Imran ||

0 Votes

আমার কাছে পৃথিবীর
কোনো মানে নেই,
আমার কাছে জীবনের
আলাদা কোনো ভাষা নেই ।
স্বাদ নেই ,স্বস্তি নেই , শাস্তি নেই ,
শ্রান্তি নেই , তিক্ততা নেই ,
ক্লেদ নেই , নেই কোনো প্রাপ্তি ।
সমস্ত নতি স্বীকারের মধ্যে এখনো
আমি তোমাকেই খুঁজি,
পৃথিবীর মানে বলতে এখনো
আমি তোমাকেই বুঝি ।

আমি কোনো সংবিধান মানি না,
আমি প্রেসিডেন্ট মানি না ,
আমি কোনো প্রধানমন্ত্রী মানি না ,
মন্ত্রীমশাইদের একের পর এক
বিরল প্রজাতির আশ্বাস মানি না।
সেনাবাহিনীর তাণ্ডব অথবা
অভিবাদনের নামে ফুলেল শুভেচ্ছা,
ভয়ার্ত চিৎকারে গার্ড অব অনার-
বিলকুল তাড়িত করেনা আমায় ।

রাষ্ট্রযন্ত্র বিকল করে ক্ষমতায়
বসে থাকার পশুবৃত্তি, মানি না আমি ।
মানি না ৫৪ ধারা , পুলিশি নির্যাতন ।
শক্ত বিধান এবং শক্তিশালী মানুষ –
সব মূল্যহীন , কিছুই মানি না আমি।
আমি সংসদ মানি না , সাংসদ মানি না,
ন্যায়-নীতি ,নিষ্ঠা, বিনয়াবনতা , সততার
চার পয়সার দাম নেই আমার কাছে ,
তোমার মূল্যেই কেবল ওরা আমার কাছে
মূল্যবান অথবা মূল্যহীন, প্রিয়তমা ।
,
ধুরন্ধর গোধূলির স্পষ্ট অস্পষ্টতা
আমার গতরে জ্বালা ধরাতে পারে না ।
হলুদ নদীর আদৌ সাহস নেই
আমাকে চুম্বনের,আমাকে ছোঁয়ার ।
বাঁচা – মরার ধুন্ধুমার কোনো
ভিন্নতা নেই আমার কাছে ।
আলো -আঁধারের ব্যবধান
কোথায় ,আমি বুঝি না , জানি না ।
আমি স্বপ্ন দেখি না, দেখতে পারি না।
তুমিহীন সব স্বপ্নই আমার কাছে
মিথ্যাচার , দুঃস্বপ্ন, সপ্নবিলাস,
প্রলয়ঙ্কারি পাপাচার , ব্যভিচার ।

রীতিনীতি , কাল- মহাকাল,
আদিম যুগ , স্বর্ণ যুগ , কলি যুগের
সাধ্য নেই আমাকে পরাভূত করার,
আমার সাথে সখ্যতা গড়ে তোলার ।
আমি সুখ নামের বহুমাত্রিক অসুখকে
বুট দিয়ে পিষ্ট করে লাথি মেরে
ভারত মহাসাগরে ফেলে দেই,
আমি অশ্রুর সফেনকে বুড়ো আঙুল
দেখিয়ে সারারাত অব্দি তোমার
ফিরে আসার প্রহর গুনতে থাকি ।
আমার ধুম্রজালে ভরা খেয়ালকে
বারংবার শুশ্রূষা করি , কেবল
তোমার জন্য , সুহাসিনী রাজকন্যা ।

অনন্যোপায় এই ধরা’য় কোনোদিনই
ফুটবে না হয়ত আশার বকুল ।
তবুও সকল অনুবিধি ,অনুমত
অনুদঘাত , অনুপপত্তি আমার কাছে
নির্ভেজাল ,বেমালুম উপেক্ষিত ।
যাপিত সমাজ ব্যবস্থা , যুতসই শাস্ত্রসকল
এবং মনুষ্যরচিত সংবিধানে
তুমি বিচার্য নও লক্ষ্মীসোনা ,
প্রিয়তমা, আহ্লাদী ময়না,
তোমাকে সালাম , সালাম নিরন্তর ।

মুহাম্মাদ ইমরান
১৮ 0৯ ১৬

ছড়িয়ে দিন ইচ্ছেমত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *