মা’ তফাত কিসের ? মুহাম্মাদ ইমরানের কবিতা | Ma Tofat Kiser | Muhammad Imran |

মা’ কীসের তফাত
তোর আর দ্যাশে ?
তফাত শুধু মুখের বুলি
পাই না তো অনুভবে ।

বল, মা’ তফাত কোথায়
জন্মে না বেড়ে ওঠায় ?
তোরে ডাকি মা, তাঁরে পারি না।
সে আছে জড়ায়ে চেতনার গন্ধে
বিশ্বাসের তোপে, মেঠোপথ খুঁড়ে
আছে তাড়িত আবেগের সকল রন্ধ্রে ।

মারে’ তুই বিভাজন করিস না
তুই ডাক দেস বাজান
সে-তো পারে না ।
সে আছে রক্তকণিকায়
লাল সবুজের পিঞ্জরায়
গহীন পরান ভরিয়া;
আছে অস্তিত্বের দ্রোহে
শীতল চক্ষু জুড়িয়া ।

তাঁকে ঘিরেই ছবি আঁকি
তাঁর মাঝেই বেড়ে উঠি।
আশাহত হলে সে ভরসার পাল তুলে
দেয় সপ্নের চাষ
সেও যে আমার মা।
অদেখা, রঞ্জিত আবেগের অশরীরী মা।
তাঁর শুধায় শোধিত হয়েই
তোরে ডাকি মা
খবরদার খবরদার বারণ করিস না ।

লক্ষ্মী মা আমার, অমন করিস না
সব বোধের বহিঃপ্রকাশ থাকে না
সব ভালো লাগা ব্যক্ত করা যায় না
সব ভালোবাসা বোঝানো যায় না
সব শান্তির আদ্যোপান্ত খুঁজতে হয় না
সব অনুভূতির প্রকাশ সার্থক হয় না
সব চোখের পানি নিলামে উঠে না
সব প্রেম প্রেমজ্বরে আক্রান্ত হয় না
সব প্রেম প্রেমবাজারে বিক্রি হয় না ।।


০২ ১০ ১৬